শিশুদের ছবি তোলার সহজ উপায়

https://ibb.co/7WJXHW2

বর্তমান যুগে ছবি কেনা তুলতে পছন্দ করে। হাতের মুঠোয় থাকায় এ স্মার্টফোনটি দিয়ে আমরা কতই না ছবি তুলে থাকি। আর এই ধারণকৃত ছবিগুলো আমরা সুস্পষ্টভাবে তুলতে পারলে কত ভালো লাগে।আপনি যেহেতু খুব সুন্দর ভাবে আপনার ছবিগুলো আয়ত্ত করতে পারেন। কিন্তু আপনি আপনার বাসার শিশুদের ছবি তোলার জন্য সহজ উপায়গুলো আপনি আপনার বাসার শিশুদের ছবি তোলার সহজ উপায় অবলম্বন  করলে তাদের ছবিও খুব আকর্ষণীয় করে তুলতে পারবেন। আরো বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে জানতে প্রতিনিয়ত আমাদের সাইটটি ভিজিট করতে পারেন (bdejob.com)।

ছবি তোলা বলতে যে কোন নির্দিষ্ট জিনিস উপর ফোকাস ইস্টি করে ক্যামেরাবন্দী করা। আমরা তো প্রায়ই কোথাও ঘুরতেগেলে, কোন বিয়ে বাড়িতে, নানান ধরণের অনুষ্ঠানে গেলেও বিভিন্ন ভাবে ছবি তুলে থাকি। কিন্তু আমাদের চেয়ে ছোটদের ছবি তোলাটা অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে থাকে। সাধারণত বড়রা স্থির ভাবে দাঁড়িয়ে পোজ দিয়ে ছবি তুলতে পারে কিন্তু শিশুদের ক্ষেত্রে সেটা অসম্ভব হয়ে দাঁড়ায় সে কারণেই ছবি তোলা গুলো খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। তবে এখন আমি কিছু শিশুদের ছবি তোলার সহজ উপায় দেখাব।

https://ibb.co/QJmY29j

শিশুদের ছবি তোলার সহজ উপায় -Easy way to take pictures of children

আমরা বিভিন্ন সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়া শিশুদের ছবিগুলো দেখে আশ্চর্য হয়ে যায় এরা কিভাবে ছবি তুলে। আশ্চর্য হবার কিছু নেই আপনিও কিছু ঘরোয়া টিপস যদি ব্যবহার করেন আপনি আপনার বাচ্চাদের এরকম ভাবে ছবি তুলতে পারবেন। শিশুদের ছবি তোলার সহজ উপায় গুলো নিচে আলোচনা করা হলো।

সকাল বেলা– আমরা সকলেই জানি সকালবেলা আমাদের ছবিগুলো খুব সুন্দর হয়। কারণ সকালের আবহাওয়াটা প্রভাবিত হয় সে আবহাওয়াটা ক্যামেরার সাথে সংস্পর্শে এসে ছবিগুলো খুব সুন্দর ফোকাশ সৃষ্টি করে দেয়।

সূর্যের অনুকূলে – আপনাকে অবশ্যই ছবি তোলার জন্য খেয়াল রাখতে হবে যে সূর্যের অনুকূলে থাকতে হবে। সূর্যের বিপরীতে থেকে কখনোই ছবি ভালো আসেনা।

বিয়ে বাড়ীতে– আপনাকে অবশ্যই বিয়ে বাড়িতে শিশুদের ছবি তোলার সময় ক্যামেরাটা সারাক্ষণ আপনার সাথে রাখতে হবে পারলেও অন(one) করে রাখুন।সব সময় বা সারাক্ষণ শিশুদের চোখে চোখে রাখুন সুন্দর মুহূর্ত গুলো আয়ত্ত করার জন্য।

ক্যামেরার লাইট বন্ধ রাখুন – ছবি তোলার সময় অবশ্যই আপনার ফাস্ট ফ্লাইট বন্ধ রাখতে হবে যাতে করে শিশুদের চোখের উপর কোন প্রভাব সৃষ্টি করতে না পারে।

উদাহরণ হিসেবে নিচের ছবিগুলো আপনি দেখতে পারেন।

https://ibb.co/31F3z3S

আরো পড়ুন

জীবনে সফল হওয়ার উপায়

সরকারী পলিটেকনিক প্রতিষ্ঠানের নাম , আসন সংখ্যা ও ফোন নাম্বার

বাংলাদেশের সাতজন বীরশ্রেষ্ঠের নাম, জন্ম তারিখ, জন্মস্থান ও পদবী

Bangladesh Public Service Commission BPSC job result 2022