বাংলাদেশের সেরা ৫টি সরকারি চাকরির তালিকা

আপনাকে বোঝাতে হবেনা, আপনি অবশ্যই শিরোনামটা দেখে বুঝে গেছেন কি বিষয়ে আমরা আলোচনা করতে চলেছি। আজকে আপনাকে আমরা জানাবো বাংলাদেশের সেরা ৫ টি সরকারি চাকরি। বাংলাদেশের প্রতিটা ছাত্র-ছাত্রী সরকারি চাকরি পাওয়া একটি স্বপ্নো।সকলে আমরা পড়ালেখা শেষ করে যা পড়ালেখা চলাকালীন চাকরির জন্য আবেদন করতে থাকি। কিন্তু আপনার জন্য সহজ হবে যদি আপনি বাংলাদেশের সেরা পাঁচটি চাকরির সম্বন্ধে জেনে আবেদন করেন। যে চাকরিগুলোতে আবেদন করলে আপনার চাকরি হলে আপনি খুব অনায়াসে জীবন যাপন করতে পারবেন। আমরা নিচে বাংলাদেশের সেরা সরকারি পাঁচটি চাকরি সম্বন্ধে আলোচনা করব।

https://ibb.co/hL3SqWD

১। বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) চাকরি। Bangladesh civil service (BCS) job।

বাংলাদেশ সিরিজ সালের বিসিএস চাকরিতে বাংলাদেশের প্রথম সারির  চাকরির মধ্যে রয়েছে। প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে। এটি বাংলাদেশের প্রশাসনিক কার্যকলাপ নীতি বাস্তবায়নের দিক দিয়ে পাবলিক সার্ভিস কমিশন এর সাথে জড়িত। তবে হ্যাঁ আপনাকে বিসিএস চাকরি করতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। বিসিএস চাকরিটি কঠোর পরিশ্রম ও অনেক পড়াশুনা মাধ্যমেই অর্জন করা সম্ভব।

২। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি(defence job)

বর্তমান সময়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় চাকরি অধিক গুরুত্বের সঙ্গে দেখছেন অনেকেই। কেননা এই চাকরিটি আপনি এসএসসি পাস করে করতে সক্ষম হবেন। বর্তমানে প্রত্যেক বাবা-মায়ের তার সন্তানদের প্রতিরক্ষা মন্ত্রণালয় চাকরির দিকে ঠেলে দিচ্ছেন। কেননা এখানে ভালো বেতনের পাশাপাশি সুন্দর চিকিৎসা ও বেতন ভাতা  অধিকহারে সুযোগ-সুবিধা রয়েছে। এখানে আপনি অন্যান্য যেসব চাকরি গুলো আছে তার ইচ্ছেকে এখানে সন্মান পেয়ে থাকবেন বেশি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যেসকল চাকরি গুলো আপনি করতে পারবেন :-

  • বাংলাদেশ আর্মি
  • বর্ডার গার্ড বাংলাদেশ
  • বাংলাদেশ বিমানবাহিনী
  • বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়
  • বাংলাদেশ নেভী।

৩।ব্যাংকে চাকরি (bank job)

বাংলাদেশের যে সকল চাকরি আছে তার মধ্যে ব্যাংকের চাকরি স্মার্টনেস চাকুরি। এটি দেশের সকল ব্যক্তিদের কাঙ্ক্ষিত একটি চাকরি। এই চাকরি বিনিময়ের জন্য তেমন পাওয়া যায় তার সাথে রয়েছে অধিক বেতন সম্পূর্ণ। আর অন্যান্য যেসকল চাকরিগুলো হয়েছে রয়েছে তার চাইতে সুযোগ-সুবিধা এবং ছুটি গুলো অনেক বেশি। বিভিন্ন বাংলাদেশের সরকারি ব্যাংকগুলোর নাম দেওয়া হল :-

  • সোনালী ব্যাংক
  • রূপালী ব্যাংক
  • অগ্রণী ব্যাংক
  • জনতা ব্যাংক
  • বেসিক ব্যাংক লিমিটেড

৪। চিকিৎসক (Doctor)

চিকিৎসক একটি সেবাদানকারী কর্মসংস্থান বা ব্যক্তি। প্রতিটি ডাক্তার ঈশ্বরের সমান হয়ে থাকেন। একজন চিকিৎসক সবসময় তার বেবিকে আপ্রাণ চেষ্টা করে বাঁচানোর জন্য। তাই আমরা চিকিৎসককে দ্বিতীয় গড হিসেবে মানী। আপনার মত আমার মত লোককে সুস্থ করতে এখন একটু ডাক্তারের পক্ষে সম্ভব। এই চাকরিতে রয়েছে সম্মানজনক ভাতা, অধিক বেতন সমভাবাপন্ন এবং চাকরি শেষে পেনশন সুবিধা।

৫। বাংলাদেশ পুলিশ (Bangladesh police)

বাংলাদেশের সেরা চাকরি হলো পুলিশের চাকরি। কেননা অল্প শিক্ষা অর্জন করেই আপনি এই চাকরি টি পেতে পারেন। যদিও এ পেশাকে মানুষ অনেকে ঘৃণার চোখে দেখছে তবুও বলতে হয় দেশ পরিচালনা করার ক্ষেত্রে সরকারকে এরাই ভালোমতো সাহায্য করছে। সেই সাথে প্রতিটি জনগণকে বন্ধুত্বপূর্ণ আচরণ করে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে প্রতিনিয়ত। বাংলাদেশের পুলিশ বাহিনীর বেতন ভাতা সম্পর্কে কিছু বলার নেই। কারণ এনারা প্রতি মাসে একটি সম্মানজনক বেতন পেয়ে থাকে সেই সাথে অন্যান্য সুবিধা।

bdejob

আমরা প্রতিনিয়ত  আপনাদের জন্য বাংলাদেশের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে প্রায়ই আলোচনা কড়ে থাকি।তাই আপনি যদি আমাদের কাছ থেকে প্রতিনিয়ত তথ্যগুলো জানতে চান তাহলে প্রতিনিয়ত ভিজিট করতে থাকুন www.bdejob.com।এছাড়াও আমরা বাংলাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি, কম্পানি এনজিও চাকরির বিজ্ঞপ্তি গুলো প্রকাশ করে থাকি। আপনি চাইলে এখান থেকে আবেদন করে চাকরি করতে পারেন।

আমাদের দেওয়া বিজ্ঞপ্তি (সার্কুলার) গুলো দেখুন :-

ACC Teletalk Apply online Admit card 2022- acc.teletalk.com.bd

BCMCL Teletalk Online Application 2022 – bcmcl.teletalk.com.bd

GST University List

জীবনে সফল হওয়ার উপায়

সরকারী পলিটেকনিক প্রতিষ্ঠানের নাম , আসন সংখ্যা ও ফোন নাম্বার